Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

সাম্প্রতিক বছরসমূহের ( ৩ বছর ) প্রধান অর্জনসমূহঃ

ক্রমবর্ধমান জনগোষ্ঠির খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে উন্নত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিগত বছরে উদ্যান ফসল তথা- আলু, সবজি, মসলা, ফল ও ফুলের বাম্পার ফলন করতে সক্ষম হয়েছে। হর্টিকালচার উইং এর আওতাধীন হর্টিকালচার সেন্টার, ভাতুরিয়া, নাটোর উদ্যান ফসল সম্প্রসারণে উল্লেখযোগ্য কার্যক্রম চলমান রেখেছে। এ কার্যক্রমে চাষীদের জন্য উন্নতমানের চারা/ কলম ,বীজ উৎপাদন ও বিতরণ কর্মসূচী জোরদার করা হয়েছে। বিগত ৩ বছরে অত্র হর্টিকালচার সেন্টারের মাধ্যমে ৬৬৬০০ টি ফলের চারা ১৯৮০০ টি ফুলের  চারা/ কলম, ৩৪০০ শোভাবর্ধনকারী চারা/ কলম, ২১০০টি ঔষধি চারা/ কলম , ২৪৭০টি মসলার জাতীয়  চারা/ কলম , এবং ৯২৫২০ টি সবজি চারা উৎপাদন করা  হয়েছে। যা থেকে বিগত তিন বছরে ১৮৬৮০৯০/- টাকা রাজস্ব আয় হয়েছে ।